জেনে রাখো, প্রত্যেকের মর্যাদা নির্ধারিত হবে তার কর্ম অনুসারে। আর আল্লাহ তোমাদের প্রত্যেকের কাজ সম্পর্কে অনবহিত নন। – সুরা আনআম ৬:১৩২
(হে মানুষ! জেনে রাখো) কর্ম অনুযায়ীই নির্ধারিত হবে প্রত্যেকের মর্যাদা। কারণ আল্লাহ (কোনোরকম ভেদাভেদ না করে) প্রত্যেককেই তার (ভালো বা মন্দ প্রতিটি) কাজের পূর্ণ প্রতিফল প্রদান করবেন। কারো প্রতিই কোনো অবিচার করা হবে না। – সুরা আহকাফ ৪৬:১৯