আল্লাহর বাণী সুস্পষ্টভাবে পৌছে দেয়াই রাসুলদের কাজ। ২৯:১৮
তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসূলুল্লাহর আনুগত্য কর। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রসূলের দায়িত্ব কেবল খোলাখুলি পৌছে দেয়া। – সুরা তাগাবুন, ৬৪/১২
বস্তুতঃ আমি একমাত্র এই উদ্দেশ্যেই রসূল প্রেরণ করেছি, যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাঁদের আদেশ-নিষেধ মান্য করা হয়। – সুরা নিসা ৪/৬৪